ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

উপহার পাঠানো আম নিজে না খেয়ে বিলিয়ে দিলেন এতিমদের মাঝে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মেহেদি হাছানকে তার কাছের কোনো একজন মানুষ কুরিয়ার করে আম পাঠালে  তিনি সেই আম তার বাসায় না নিয়ে তার অফিসের সামনে রেখে চিন্তায় পরে যায়, তিনি কি করবেন এই আম, তিনি তার চাকুরি জীবনে অন্যের দেয়া কিছু গ্রহন করেননি আর এই আম তাকে এমন একজন পাঠিয়েছে বাসায় না নিয়েও পারছেননা, তবুও তিনি তার সততা ধরে রাখার জন্য তার শুভাকাঙ্ক্ষী দের সাথে এ বিষয় পরামর্শ চান পরামর্শের এক পর্যায় তিনি বলেন আমি এই আম এতিমদের মাঝে বিলিয়ে দিবো তাই তখন তিনি বরগুনা সদরঘাট  মসজিদের খতিব মুফতি জাহিদুল ইসলামকে ফোন করেন তার একটি এতিমখানা রয়েছে জান্নাতুল বাকি  নামে একানে ৬০ জনের মত এতিম রয়েছে তিনি হুজুরকে বলেন আমি আপনার এতিম খানায় এতিমদের মাঝে কিছু আম দিতে চাই। হুজুর রাজি হলে এশার নামাজ বাদ   রাত ৯টার সময় তিনি নিজে আম নিয়ে সেই এতিম কানায় উপস্হিত হয় এবং নিজের হাতে এতিমদের মাঝে আম বিতরন করেন সাংবাদিকদের মাধ্যমে তিনি জানান   আমাকে  কেউ কোনো উপহার পাটাবেন না আমি আমার দায়িত্ব ও কর্তব্য নিয়ে নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই, এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, শাহ আলী ও আলমগীর হোসেন শুভ সহ অনেকে। 

ads

Our Facebook Page